নওগাঁর মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি আখতার জাহান সাথী।


এসময় প্রক্রিয়া তদারকিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ, প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, প্রসাদপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা জামায়াতের আমীর ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদন বৈধ বিবেচিত হয় এবং এর মধ্যে ৯৮ জন আবেদনকারীকে যোগ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে উন্মুক্ত লটারি আয়োজনের মাধ্যমে ২২টি পয়েন্টে ডিলার নির্বাচন করা হয়।
এছাড়া চারটি পয়েন্টে শুধুমাত্র একজন করে যোগ্য প্রার্থী থাকায় তাঁদের সরাসরি ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়। এসব পয়েন্টগুলো হলো—গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট, মান্দা ইউনিয়ন পরিষদ এবং ভারশোঁ ইউনিয়ন পরিষদ।
তবে মান্দা ইউনিয়নের পিরপালী বাজার ও তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার পয়েন্টে কোনো যোগ্য আবেদন না থাকায় সেসব কেন্দ্রে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “ডিলার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসকের নির্দেশনায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার চূড়ান্ত করা হয়েছে। যাতে কেউ এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।”
তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত ডিলাররা চলতি মাস থেকেই নির্ধারিত পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করবেন।