মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, র্যালি, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং শপথবাক্য পাঠকরাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসাইন,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ‘আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব সংস্থা’র সভাপতি সোহেল রানা এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক প্রমূখ।
আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
শেয়ার করুন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।



