নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আখতার জাহান সাথী। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

কুমিল্লা জেলার বাসিন্দা আখতার জাহান সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
প্রশাসনিক দায়িত্বে তার পথচলা শুরু হয় সিলেটের সুনামগঞ্জ জেলায়, যেখানে ছিল তার প্রথম কর্মস্থল। এরপর তিনি চাঁদপুরে আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) ও এলএও (ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মান্দা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও আখতার জাহান সাথী বলেন, “একটি বৈষম্যহীন, উন্নয়নমুখী ও জনবান্ধব মান্দা গড়তে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”