বেলা ১১টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি, শাহবাগ, মৎস্যভবন, শিক্ষাভবন হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে গেলে পুলিশি বাধার মুখে পরে৷ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে নানা স্লোগান দিতে থাকেন। একসময় 'উত্তেজিত' শিক্ষার্থীরা স্লোগান ধরে সামনের দিকে আগ্রসর হতে চেষ্টা করলে পুলিশ আরো কঠোর অবস্থান নেয়, এতে শিক্ষার্থীরা পুলিশি বাধাকে উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায়।
মিছিলটি গুলিস্তান মোড় পৌছালে পুলিশ তাদের দ্বিতীয় দফা বাধা দেন। এবং সেখান থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম (বর্তমান আহ্ববায়ক, জাতীয় নাগরিক পার্টি), অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ (বর্তমান ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা) ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম (বর্তমান উত্তরাঞ্চলীয় মূখ্যসংগঠক, জাতীয় নাগরিক পার্টি)সহ মোট ১২ জনের প্রতিনিধি দলকে বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্বারক জমা দেয়ার জন্য নিয়ে যান।