রংপুরের মিঠাপুকুর উপজেলা ( ২১জুলাই) নবনিযুক্ত 
নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতি আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন  মাওলানা এনামুল হক সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখা।আরো উপস্থিত ছিলেন মিঠাপুকুর 
উপজেলা বিএনপির সদ্য নবনির্বাচিত সভাপতি গোলাম রব্বানী,সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন,আমার বাংলাদেশ পার্টির আব্দুল বাছেদ মারজান,বৈষম্যের বিরোধী আন্দোলনের নেতা মুতাসিম বিল্লাহ সহ সকল কমিটির সদস্য বৃন্দ।উক্ত সভায় কিছু কার্যকরী পদক্ষেপ এবং পরামর্শ মূলক আলোচনা করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ প্রবণতা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়। চুরি, ডাকাতি, মাদক দ্রব্য, ইভটিজিং,বাল্যবিবাহ ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং তা প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়,লিফলেট বিতরণ, সভা-সমাবেশ ইত্যাদি।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা হয়।ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।সভায় এ গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের করতে পারলে মিঠাপুকুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা যায়।