রংপুর মিঠাপুকুর উপজেলা (২৭শে আগষ্ট) বুধবার সন্ধ্যা ৭.৩০মি: কোরআন তেলাওয়াতের মাধ্যমে ৬নং কাফ্রিখাল ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত।
বিশাল জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রাব্বানী, সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন মাষ্টার,জামায়াতের সাবেক আমির মিঠাপুকুর উপজেলা,জেলা মজলিশে শুরা সদস্য রংপুর ও চেয়ারম্যান ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন,আসাদুজ্জামান শিমুল,আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা, নুরুল ইসলাম,সেক্রেটারি ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন সহ জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ও উপস্থিত জনগণ।
জনশক্তি সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাফ্রিখাল ইউনিয়ন শাখা।
বক্তাগণ বলেন, ইসলামী আন্দোলন করার কারণে বিভিন্ন সময়ে ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পর ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে আন্দোলনের দায়িত্বশীল ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্বাত্ত আহ্বান জানান ।
জামায়াতের মাধ্যমে দেশে ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। আগামী নির্বাচনে দেশপ্রেমিক সচেতন নাগরিকদেরকে জামায়াতকে বিজয়ী করতে সমর্থন করার আহ্বান জানান।
এসময় নেতৃবৃন্দ আরোও বলেন,আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
কাজেই আমরা যদি দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে তাকওয়ার মানদণ্ডে নিজেদের উন্নিত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।
সর্বশেষ বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য জোর দাবি জানান নেতা কর্মীদের প্রতি।