বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করেছেন পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাফিউ হক। রাফিউ অভিযোগে উল্লেখ করে, তিনি মিরপুর ১২ নম্বর ডি ব্লকে এক এসএসসি পরীক্ষার্থীকে পড়াতেন। গতকাল সকালে মিরপুর ১২ নম্বরে তার ছাত্রী সিনহা চট্টগ্রাম যাওয়ার সহযোগিতার জন্য তাকে অনুরোধ করে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে। রাফিউর তাকে চট্টগ্রাম যাওয়ার বাসে তুলে দিয়ে বাসায় ফেরেন। পরে বিকেল ৪টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থানকালে ছাত্রী সিনহার মামা পরিচয়ে জহির আলম মিলন নামের এক ব্যক্তি ফোন করে তার অবস্থান জানতে চান। কিছুক্ষণ পর কয়েকজন মোটরসাইকেলযোগে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে মিরপুর ৬-এর একটি বাসায় আটকে রেখে মারধর করে এবং ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ মুক্তিপণ দাবি করে। এ সময় তারা তার পরিবারের কাছেও মুক্তিপণের জন্য ফোন করে। পরিস্থিতি বুঝতে পেরে রাফিউর পরিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের জানালে তারা পল্লবী থানায় বিষয়টি অবহিত করেন। পরবর্তী সময়ে মিরপুর মডেল থানা ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গভীর রাতে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে তিনজন অপহরণকারীকে আটক করে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের সহায়তায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।