৩০ মার্চ রোজ রবিবার ২০২৫ বিকেল ৪ ঘটিকায় ঝালকাঠি রাজাপুর থানার ৪ নং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরেরহাট বাজারে কিশোর গ্যাং চাঁদাবাজ মাদক এর বিরুদ্ধে মিছিল  এরপরে পথ সভার আয়োজন করেন স্থানীয় জনগণ পরিচালনা ছিলেন বশির আহমেদ তাজুল ইসলাম সোহাগ হোসেন গালুয়া ইউনিয়ন যুবদল  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম ফারুক মোল্লা সাবেক মেম্বার ও সাবেক সভাপতি  রাজাপুর থানা কৃষক দল প্রধান অতিথি ছিলেন  মোহাম্মদ মাহমুদুল হাসান সহ সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও বক্তব্য রাখেন গোলাম কবির বিশিষ্ট রাজনীতিবিদ মিলন গাজী বিশিষ্ট ব্যবসায়ী পুটিয়াখালী মীরেরহাট  সৈয়দ রূপক হোসেন গালুয়া ইউনিয়ন যুবদল সৈয়দ বায়জিদ রাজাপুর থানা জামায়াত ইসলাম সোহাগ হোসেন সাবেক সাধারণ সম্পাদক গালুয়া ইউনিয়ন ছাত্রদল  এ সময় বক্তারা বলেন আজ সর্বস্তরের জনগণ কিশোর গ্যাং চাঁদাবাজ মাদক এর বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। 

 দিনে কিংবা রাত নয় রাস্তায় জনসাধারন চলাফেরা করতে পারে না সব সময় আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় ছিনতাই চাঁদাবাজির চুরি ডাকাতি ক্রমেই বেড়ে চলেছে মানুষ অতিষ্ঠ হয়ে আজ রাস্তায় নেমে পড়েছে। জনপ্রতিনিধিরা তারা নিশ্চুপ ভূমিকা পালন করেন সাধারণ মানুষ বিচার চেয়েও তাদের কাছে বিচার পায় না আজ শেষ রমজান তারপরেও মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে কারণ  মানুষ  শুধু শান্তি চায় শৃঙ্খলা চায় শান্তিতে ঘুমাতে চায় সন্ত্রাসের বিরুদ্ধে আজ মানুষ সাধারণ জনগণ আন্দোলন গড়ে তুলেছে। গতকাল রাতে ঠিক ৮ ঘটিকার সময় সিদ্দিক মোল্লা নামের এক ব্যক্তির বসতি ঘর এর তালা ভেঙে সমস্ত কিছুর চুরি করে নিয়ে যায় মানুষ আজ অসহায়। দিন দিন রাস্তায় ছিনতাই র ঘটনা অহরহ ঘটছে দেখার কেউ নেই জনসাধারণ আজ অসহায় তাই প্রশাসনের  অনুরোধ করেছেন তারা জানের ব্যাপারে দৃষ্টি দেন সাধারণ জনগণ সুখে শান্তিতে থাকতে পারে এই একটাই অনুরোধ।