বিকেলে ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদের বাসভবনে এর সংবর্ধনার আয়োজন করে ব্যবসায়ীরা। এতে জাহাপুর বাজার কমিটির নেতৃবৃন্দসহ অর্ধ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
ইউপি সদস্য জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাজার কমিটির উপদেষ্টা কামাল হোসেন মেম্বার, সভাপতি ডাক্তার শহীদুল্লাহ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ভূইয়া, সম্পাদক ডাক্তার রিপন,মো রফিক মিয়া, সাংবাদিক রাহাত হোসেন আকন প্রমুখ।
জানা যায়, ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ জাহাপুর বাজারের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ২০২৩-২৪ / ২০২৪-২৫ অর্থ বছরের ইজারার টাকা ব্যক্তিগত অর্থ থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তাছাড়া দুধ বাজার ও তরকারি বাজারের ব্যবসায়ীদের জন্য টিনশেড নির্মাণ করে দেন, বাজার সিসি ক্যামেরা আওতায় আনেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করেন, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন।
এ সময় ব্যবসায়ীরা আহবান জানান বর্তমান সময়ের মত আগামী দিনগুলিতেও চেয়ারম্যান সওকত আহমেদ তাদের পাশে থেকে বাজারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড বজায় রাখার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুক্তার হোসেন, জাহাপুর বাজারের ব্যবসায়ী ডাক্তার জীবন রায়, বাদল ঘোষ, মোহাম্মদ হারুন সরকার, জামাল হোসেন ঝান্টু প্রমুখ।