রুহুল আমিন শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার  মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ফাহিমা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,

বৃহস্পতিবার  সকাল ১১টার দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের ভূমিকা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় নির্বাচনী কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করে।

চেয়ারম্যান ফাহিমা বেগম অতিথিকে স্বাগত জানিয়ে বলেন,  সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদ সবসময় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার  সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইউপি সচিব এনামুল হক, সাংবাদিক রুহুল আমিন, সাবেক ইউপি সচিব কোহিনূর ইসলাম,হিসাব রক্ষন কর্মকর্তা রাশেদ ও  পরিষদের সদস্যবৃন্দ।

এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় প্রশাসনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং এটি স্থানীয় নির্বাচন ও প্রশাসনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।