বাগেরহাটের মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া বিলে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।

অভিযান চলাকালে বিল থেকে মাছ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ডাঙ্গায় তুলে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মোল্লাহাট থানা পুলিশের একটি টিম এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকবৃন্দ সহযোগিতা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় জানান, অবৈধ ও বিধ্বংসী এ ধরনের জাল ব্যবহারের কারণে প্রাকৃতিক মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাছের স্বাভাবিক প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।