আজ ৫ই জুলাই, সিএলএস নিউজের সম্পাদক, ক্রাইম ইন্ডেক্স ডট নিউজের বার্তা সম্পাদক, মর্নিং পোস্ট নিউজের স্টাফ রিপোর্টার এবং দীপ্ত টেলিভিশনের সিটি ভিডিও জার্নালিস্ট তানভীর খানের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ শাহজাহান খান কালনের প্রথম মৃত্যুবার্ষিকী।

তিনি ২০২৪ সালের এই দিনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম ছিলেন একজন সজ্জন, ধর্মপরায়ণ ও সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

এই দিনটিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।
“রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা”
(হে আমার পালনকর্তা! তাঁদের প্রতি রহম কর, যেভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।)

আল্লাহ তাআলা যেন মরহুম মোহাম্মদ শাহজাহান খান কালনকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন – এই দোয়া রইল।