আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাবুরহাট চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌতলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার নুরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সাত্তার এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৫ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের তালী মুল কোরআন সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান হাবিবী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাউদ্দিন আহমেদ,, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার রাশিদুল ইসলামের, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আয়ুব আলী, সেক্রেটারি মোহাম্মদ মোজাফফর হোসেন।
বাদ মাগরিব পবিত্র কুরআন তেলোয়াত, হামদে বারীতায়ালা ও নাতে রাসুলের মাধ্যমে অনুষ্ঠানেটি শুরু হয়।
প্রধান অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, সমাজের সর্বস্তরে আল্লাহর আইনের বাস্তবায়ন ব্যাতিত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।মেহুনতী শ্রমিক শ্রেণিকে শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা করতে হলে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কে যারা ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যাবহার করে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না।
সাবেক এম পি বীরমুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম বলেন,পতিত সৈরাচার,ফ্যাসিবাদী শেখ হাসিনা তার বৈদেশিক প্রভুদেরকে নিয়ে আবারও যড়যন্ত্র অব্যাহত রেখেছে।গুম,খুন,লুটপাট আর দূর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের গহব্বরে ফেলে দেওয়া এই সৈরাচারের দোসরদেরকে আর বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করার সুযোগ দেওয়া যাবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।