সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাসব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভিন। প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বাবলু কুমার সেনের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ জাহাঙ্গীর আলম, মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার সেন ও এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ। আন্ত শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট, বিতর্ক, এ্যাথলেটিক্স,আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নৃত্য, দেশাত্মবোধক গান,ইসলামি সংগীত সহ বিভিন্ন ইভেন্ট এর চুড়ান্ত পর্বে দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।