বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজও পূরণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই। আমি আশাবাদী, ইসলামী ছাত্রশিবির যেভাবে ফ্যাসিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঠিক তেমনি আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেও ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে। তারা দেশ ও জাতিকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক আদর্শ নাগরিক উপহার দেবে। মঙ্গলবার সন্ধায় জেলা শহরের একটি হোটেলে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার আয়োজনে সুধী-শুভাকাঙ্খী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দেও সাথে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমদ রহমান, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, সাংবাদিক এসএম উমেদ আলী, এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী আব্দুল মুমিত, যুব জামায়াতের পৌর সভাপতি আবু নোমান মুয়িন, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি মো. জিল­ুর রহমান, সাবেক জেলা সভাপতি হাফেজ আলম হোসাইনসহ অনেকে।