মৌলভীবাজারে জামায়াতে ইসলামী যুব বিভাগ পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৫ টায় শহরের সাইফুর রহমান অডিটরিয়ামে, এই আলোচনা সভা ও ইফতার মাহফিল টি অনুষ্ঠিত হয়। 
যুব জামায়াতের পৌরসভার সভাপতি মো: আবু নোমান মুয়িন এর সভাপতিত্বে ও মো: সাইফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা আমীর ও (মৌলভীবাজার-রাজনগর-৩) সংসদীয় আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ, ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন, হাবিবুর রহমান হারিছ, মুক্তাদির হোসাইন, আলমগীর হোসেন,  কাউসার আহমেদ, আব্দুল্লাহ আহমদ মুন্না, আশফাক চৌধুরী হৃদয়।