নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায় মৎস চাষী কল্যাণ সমিতির উদ্যোগে মৎস চাষী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মৎস চাষের নানা সমস্যা ও তার উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর এবং মোঃ আমজাদ হোসাইন, পুলিশ সুপার, নাটোর। প্রায় ৩০০০ জন মৎস চাষী অংশগ্রহণ করেন এই সম্মেলনে। তারা মৎস চাষে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনের সভাপতিত্ব করেন আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও মৎস চাষী। সম্মেলন পরিচালনা করেন হাসান জাহিদ শিহাব, পরিচালক, মৎস চাষী কল্যাণ সমিতি। আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে চাষিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করার পাশাপাশি মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।