সমাজ গঠনে পূনজাগরণের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ফুলপুরে অনুষ্ঠিত হলো লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার, ২৬ জুলাই ফুলপুর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুখ ও ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদ্দিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সকলে সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে একযোগে শপথ গ্রহণ করেন।বক্তারা বলেন, একটি উন্নত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে।