রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১২,০০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবু মিয়া (৩৬) ও মোঃ রাকিবুল হাসান (২৮)।


ডিবির মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম গত সোমবার (৪ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে এ অভিযান পরিচালনা করে। এ সময় বাসটিতে তল্লাশি চালিয়ে ১২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।