অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এশিয়ার দেশগুলোকে একটি সমন্বিত উন্নয়ন নীতিমালার আওতায় যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এশিয়ার দেশগুলোকে একটি সমন্বিত উন্নয়ন নীতিমালার আওতায় যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আজ চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে তাঁর বক্তব্যে এই আহ্বান জানান।  অধ্যাপক ইউনূস বলেন, “বিশ্ব এখন এক পরিবর্তনশীল ধারায় এগোচ্ছে, যেখানে এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আমাদের প্রয়োজন একটি সুস্পষ্ট রোডম্যাপ, যা অভিন্ন ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির ভিত্তি গড়ে তুলবে।”  টেকসই অর্থায়নের ওপর গুরুত্ব:  অর্থনৈতিক সহযোগিতা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা পূর্ণমাত্রায় কাজে লাগাতে হলে টেকসই অর্থায়নের কাঠামো গড়ে তুলতে হবে। আঞ্চলিক উন্নয়ন ব্যাংকসহ (এমডিবি) অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে।”  তিনি আরও বলেন, “আমাদের এমন এক নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন, যা দীর্ঘমেয়াদে উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে সহায়তা করবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।”  বাণিজ্য সংযোগের ঘাটতি দূর করার তাগিদ:  বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “এশিয়া এখনও বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। এই দুর্বল সংযোগ বিনিয়োগ ও বাণিজ্যের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”  তিনি জোর দিয়ে বলেন, “আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি পায় এবং নতুন বাণিজ্য পথ ও অবকাঠামো গড়ে তোলা যায়।”  সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধ্যাপক ইউনূসের বক্তব্যকে এশীয় সহযোগিতার ক্ষেত্রে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেন।