রংপুরের পীরগাছা উপজেলার মহিষমুড়ি (মুসল্লী পাড়া) গ্রামের মৃত কফিল উদ্দিনের দুই স্ত্রীর,বড় স্ত্রী মৃত্যু গোলেনুর বেগমের সন্তান যথাক্রমে, মোঃ দেলোয়ার হোসেন(৫৫),মোঃ আঙ্গুর হোসেন(৫২), মোছাঃ কোহিনুর বেগম(৪৮), মোছাঃ রেখা বেগম(৪৫), মোছাঃ রিনা বেগম(৪৩), মোছাঃ মিনা বেগম(৪০) ও মোছাঃ রাশেদা বেগম(৩৯) পরস্পর যোগ-সাজশে জোর করে মৃত্যু কফিল উদ্দিনের ২য় স্ত্রী(ছোট স্ত্রী) মোছাঃ জমিলা বেগম(৬০) ও তার সন্তান যথাক্রমে, মোছাঃ কল্পনা বেগম(৪০) মোঃ কামরুজ্জামান(৩৯), মোঃ জাহাঙ্গীর আলম(৩৮) মোছাঃ মাহাফুজা আক্তার বুলবুলি(৩০) ও একমাত্র নাতি,মোঃ সৈকত (১৬) কে ২০১২ সালে কফিল উদ্দিন তার মোট সম্পত্তি ৮৬৪ শতক থেকে ১ম স্ত্রী ও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। একই ভাবে,২য় স্ত্রী ও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। আরো ২৮৮ শতক জমি নিজের(কফিল উদ্দিন) নামে রেখে দেন।
ভুক্তভোগী ২য় স্ত্রী জমিলা বেগম এই প্রতিবেদককে জানান,চলতি বছরে আমার স্বামী কফিল উদ্দিন মৃত্যু বরণ করলে, ১ম স্ত্রীর ছেলেমেয়েরা(দেলোয়ার গং)২য় স্ত্রীর সৎ মা ও ছেলেমেয়েদের উপর বিভিন্নভাবে অত্যাচার(পুকুরের মাছ মারা,জমির ধান কাটা,মারামারি)শুরু করে তাদের নামে থাকা সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করেন।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে,১ম স্ত্রীর ছেলেমেয়েদের নামে থাকা ২৮৮ শতক জমি নিজেদের নামে থাকা সত্ত্বেও তারা(দেলোয়ার গং)বাবার নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নিয়েছে।আবার সৎ মা ও সৎ ভাই বোনদের নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে।
অত্র এলাকার স্থায়ী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন,দেলোয়ার ও আঙ্গুর মিয়ার ছেলেরা সেনাবাহিনী ও বিজিবির চাকুরী করেন,এই জোরে তারা জোরপূর্বক তাদের সৎ ভাই-বোনদের জমি দখল করে নিয়ে তাদেরকে ভুমিহীন করার চেষ্টা করছে।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন,আমরা আমাদের ন্যায্যভাগ চাইতে গেলে, আমার বড় সৎ ভাই বোন এবং তাদের ছেলেরা মারপিট করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, ভুক্তভোগীরা নিজেদের রক্ষার্থে পীরগাছা থানায় দুটি মামলা ও মাহিগঞ্জ থানায় একটি মামলা করেছে।
থানায় যোগাযোগ করা হলে মামলার সত্যতা পাওয়া গেছে।