দেনমোহর ও বয়সসীমা সমাজের বাস্তবতার সঙ্গে বিবেচনা করে বিয়েকে সহজ করার দাবিতে রংপুরে The Normative সংগঠনের দাওয়া ক্যাম্পেইন সুসম্পন্ন হয়েছে। সংগঠনটি চায় সমাজে চলমান অশ্লীলতা থেকে বের হয়ে বিয়ে পরবর্তী ভালোবাসা ছড়িয়ে পড়ুক দেশজুড়ে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিভিন্ন জায়গায় The Normative এর উদ্যোগে এই দাওয়া ক্যাম্পেইন এ ছিলো লিফলেট বিতরণ, তথাকথিত ভালোবাসার নামে নোংরা সংস্কৃতির কুফল এবং ক্ষতিকর দিকগুলো মানুষের সামনে উপস্থাপন করার পাশাপাশি ফটোবুথ সহ আরও কিছু কার্যক্রম সম্পন্ন করেছে সংগঠনটি। এ সময় তারা ‘বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ’ স্লোগান দেন।
সংগঠনের সভাপতি শাহেদ হাসান রুপম বলেন, আমরা আজকে যে কর্মসূচি পালন করেছি তা অশ্লীলতাকে বন্ধ করে বিয়েকে সহজ করার জন্য। সহজে বিয়ে করার জন্য দেনমোহর নিয়ে পুনরায় ভাবা প্রয়োজন। অনেক সময় দেখা যায়, ৫-১০ লাখ টাকা দেনমোহর নিয়ে কেউ কেউ বিয়ে করছেন। পরে দেনমোহর আদায় করে তালাক নিচ্ছেন। সমাজে এটির খারাপ প্রভাব পড়ছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, ১৩-১৪ বছর হলেই ছেলে-মেয়েরা প্রেম করছে। বিয়ের কথা আসলে তাদের আরও ছয় থেকে সাত বছর অপেক্ষা করতে হচ্ছে। আমরা এ ব্যবস্থার পরিবর্তন চাই। এখন যে বয়সসীমা আছে, তা বাস্তবসম্মত নয়। আমরা মেডিকেল সায়েন্সের নিয়মানুসারে বাস্তবসম্মত একটি বয়সসীমা নির্ধারণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদ বলেন,
The Normative রংপুরের প্রাক্তন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি ইসলামিক ইয়ুথ সংগঠন। আমাদের রংপুর এর কিছু দ্বীনি ভাইদের সাথে নিয়ে এই কার্যক্রম গুলো পরিচালনা করেছি। আমাদের মূল বার্তা ছিলো-যাতে সাধারণ মানুষ এই পশ্চিমা নোংরা সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতির চর্চা করুক। প্রেম নামক একটি ভাইরাসের থেকে নিজেকে রক্ষা করুক। এবং বিয়েকে সহজ করুক। যাতে করে সমাজে আত্নহত্যা এবং অশ্লীলতার হার একেবারে কমে আসবে ইনশাহআল্লাহ।
মুলত পশ্চিমাদের নোংরা সংস্কৃতি তথাকথিত ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী Anti Valentine Campaign আয়োজন করি।
সাংগঠনের সদস্য ওমর ফাহিম বলেন, আমরা এর আগে রংপুর শহরে ২টি ইসলামিক দাওয়া সেমিনার এবং গত বছর নভেম্বর এ নগরীর টাউনহলে, রংপুর এর ইতিহাসের প্রথম ইসলামী বইমেলা আয়োজন করেছিলাম। ইসলামের মূল উদ্দেশ্য এবং এর বিষয়গুলো নিজে ধারন করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই সংগঠনটির কার্যক্রম অব্যাহত। বর্তমানের এই জেনারেশন মাদক, টিকটক, অসুস্থ সংস্কৃতি, জুয়ার মতো আরও অনেক মরণঘাতী কাজের মাঝে ডুবে থাকা এই অসুস্থ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির চর্চা এবং ইসলামের ভাবধারার আলোকে সুস্থ পরিবার, সমাজ, দেশ তথা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে আমরা সার্বিক ভাবে সাহায্য করে যাচ্ছি ইনশাহআল্লাহ।