র্যাব সূত্রে জানা যায়, গতকাল (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ জাহাঙ্গীর (৩৬), পিতা- মো: আমিরুল ইসলাম, সাং- গিধনিপাড়া এবং মোঃ আলী হোসেন (৩৪), পিতা- মো: আতাউর রহমান, সাং- গিধনিপাড়া, চরবাগডাঙ্গা; উভয়ের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
অভিযান চলাকালে জাহাঙ্গীরের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা) এবং আলী হোসেনের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৭ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।