বিশেষ করে উপমহাদেশের রাজনীতিতে এই মেথড ভালোই কাজে দিয়ে আসছে।আর এই খেলায় পাকা খেলোয়াড় ভারত।বিজেপি মেথডটি আরো সুকৌশলে খেলে আসছিলো।কিন্তু মারাটা খাইলো ঠিক জায়গায় মতো।মনে হয়না এই মেথড আর খুব একটা কাজে দেবেফ্যাক্ট ০১- ভারত নিজেদের দেশে তো ধর্ম নিয়ে খেলেই।একই খেলা খেলতে চাইছিলো বাংলাদেশেও।কিন্তু কি আর করা!!!গতদিন জগন্নাথ হল থেকে সনাতনী ভাইয়েরা যেভাবে সবার সাথে একাত্মতা প্রকাশ করলো এবং সাহসী ভূমিকা রাখলো তাতে তো ডিরেক্ট চপ্পল আঘাত লাগারই মতো।শুধু তাই নয় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাকে প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে একাত্মতা প্রকাশ করলো তাতে তো ধরাই যায় ভারতের বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন দূর্গ অলরেডি গড়ে উঠেছে।শুধু তো তাই না।গতকাল সকল ছাত্রসংগঠন গুলোও সেইম ঐকের ডাক দিলো।এগুলো সবই আমাদের জাতীয়তাবাদের অংশ।ফ্যাক্ট ০২- চীনের সাথে নেপালের চুক্তি।নেপাল সাংবিধানিকভাবে একমাত্র হিন্দু রাষ্ট্র হইলেও ভারত সেখানে খেলতে পারলো না। কেপি শর্মা ওলি নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ভারত ইনভাইট করছিলো যেনো নতুন মেয়াদের তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারত হয়। কিন্তু ভারতের ডাকে সাড়া নিয়ে দিয়ে চীনে চলে গেলো।শুধু কি তাই!! দীর্ঘ ৮-৯ বছর ধরে যে চুক্তিতে ভারত আপত্তি জানিয়ে আসছে সে বিআরআই( Belt and Road Initiative) প্রকল্পের এই আওতাধীন কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও সম্পন্ন করলো।এমনিতেই প্রতিবেশী দেশ মালদ্বীপ -শ্রীংকার সাথে সম্পর্ক আগে থেকেই খারাপ।আবার BRICS এর নতুন মুদ্রা নিয়েও তামাসা চলছে। আমেরিকাও কখনো চাইবেনা পৃথিবী থেকে ডলারের আধিপত্য কমুক।এখন পরবর্তীতে দেখা যাক জল কোনদিকে গড়ায়