রাজবাড়ীতে ভ্যান চালক শাহিন শেখ ওরফে রুপল (২৭) হত্যা মামলায় মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে

রাজবাড়ীতে ভ্যান চালক শাহিন শেখ ওরফে রুপল (২৭) হত্যা মামলায় মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অন্তর বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের রিপন বিশ্বাস ওরফে কচি বিশ্বাসের ছেলে।
বুধবার (২১ মে) ভোর ৫টার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন,  গত ১৬ মে বিকাল ৫ টার সময় সদর উপজেলার রাজাপুর মধ্যপাড়া গ্রামের মোঃ জিন্নাহ শেখের ছেলে শাহিন শেখ ওরফে রুপল শেখকে তার বাড়ি থেকে মামলার ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। রুপলের হাত, পা ফাটা ও কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। রুপলের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফেলে রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় গত ১৭ মে হত্যা মামলা দায়ের হয়।
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আসামী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করেন। এ অভিযান কাযক্রমে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। সার্বিক দিক নির্দেশনায় রাজাবড়ী থানা পুলিশ ও রাজাবড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে জানতে পেরে বুধবার ভোর ৫টার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় বোয়ালমারী থানা পুলিশের সহাতায় মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারতারকৃতকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।