সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পূণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। এরপর সারাদেশের সকল জেলায় এক যোগে শপথবাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পুলিশ সুপার ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এছাড়াও অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।