রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে ফিল্মি স্টাইলে চলে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ এবং মঞ্চ ভাঙচুরের ঘটনা। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল অভিযোগ করে বলেন, “আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের নেতৃত্বে ৭০-৮০ জন অস্ত্রধারী মাঠে হামলা চালায়। তারা গুলি করে, ককটেল ফাটায় এবং খেলার মঞ্চে চাঁদ ভাই ও দেশনায়ক তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় ককটেলের আলামত থানার ওসিকে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।”

ঘটনায় আশিক, হিমেল ও মোস্তাফিজ নামে তিনজন আহত হন। ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খেলার অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের মহড়ার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”