রাজশাহী মেট্রোপলিটন পুলিশে রদবদল করা হয়েছে। মহানগরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ( ওসি ) চারজন পুলিশ পরিদর্শককে  একযোগে  বদলি ও পদায়ন করা হয়েছে।

গতকাল শনিবার আরএমপি কমিশনার মোঃ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়।
আদেশে দেখা গেছে নগরীর রাজপাড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলাম ও  বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমদকে আরএমপি সদর দপ্তরে  ওআর হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে  চন্দ্রিমা থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদকে বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে পদয়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর গোয়েন্দা শাখার পরিদর্শক  মেহেদী মাসুদ।
একই আদেশে বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোতালেব হোসেনকে  এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে পদয়নের অপেক্ষায় থাকা আরএমপি'র পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে।
বিষয়টি নিশ্চিত করে আরএমপি'র মুখপাত্র  গাজিউর রহমান বলেন, পুরো ইউনিটকে সুশৃংখলভাবে  পরিচালনার স্বার্থে নিয়মিত বদলির অংশ হিসেবে  পুলিশ কমিশনার এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন।  তিনি যাকে যেখানে যোগ্য মনে করেন সেখানে দায়িত্ব দেন।