তিনি পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আজ বুধবার (২৪ জুলাই) দুপুর দুইটার দিকে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন শিবদিঘি এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন বাসায় না থাকার সময় স্বাধীন নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন।
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে.