মঙ্গলবার গভীর রাতে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের বড়বাড়ি মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। বুধবার দুপুরে তাদের জিডি মূলে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
পুশইন করার পর স্থানীয়রা দেখতে পেয়ে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে খবর দিলে বিজিবি তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়ি ক্যাম্পে নিয়ে যায়। পরে বিজিবি তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তারা সবাই ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ও শ্রমিকের কাজ করতেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, হাড়িভাসা এলাকা থেকে আটক ২৩ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের সবাইকে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরিচয় নিশ্চিত হলেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #