সরকারী সংস্থা বর্ডারগার্ড বাংলাদেশ ও কাস্টমস এর সমন্বয়হীনতার কারনে পাসপোর্ট যাত্রী হয়রানি শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে দেশের ভাবমুর্তিও ক্ষুন্ন হচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থল বন্দর বেনাপোল চেকপোষ্ট। এবং ভারতে প্রবেশের প্রধান প্রবেশদ্বার এই বেনাপোল চেকপোষ্ট। এর সাথে জুড়িয়ে রয়েছে দেশের সন্মান মর্যদা। কারন প্রতিদিন এ পথে দেশী বিদেশী পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশ যাতায়াত করে থাকে। যাত্রীরা এভাবে বার বার তল্লাশি শিকার না হয়ে একই জায়গায় রাষ্ট্রিয় সকল তদারকি সংস্থা যাত্রীদের তল্লাশি করলে হয়রানি হবে না বলে যাত্রীরা অভিযোগের সুর তুলেছে।

বৈধ পাসপোর্টযাত্রীরা বাংলাদেশ থেকে ভারত যায় এবং ভারত থেকে বাংলাদেশে আসে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় দেশের প্রধান প্রবেশদ্বার বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে দেখা যায় প্রায় দুই শতাধিক লোকের উপরে পাসপোর্ট যাত্রী দাঁড়িয়ে আছে। আবার ক্যাম্পে প্রবেশের অপেক্ষায় সারি সারি ও দাঁড়িয়েছে কিছু পাসপোর্ট যাত্রী। কৌতুহল বশত চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সামনে গিয়ে দেখা যায় তারা ভারত থেকে পাসপোর্ট এর মাধ্যেমে বাংলাদেশ এসেছে। এর মধ্যে অধিকাংশ ভারতীয় নাগরিক। কারন জানতে চাইলে তারা কেউ জানায় তারা তাদের আত্নীয় বাড়ি বেড়াতে এসেছিল। তাদের জন্য কিছু কেনা কাটা করে নিয়ে আসছিল ভারত থেকে, আবার কেউ জানায় তারা  কিছু খাদ্য দ্রব্য এবং মসলা জাতিয় পণ্য নিয়ে এসেছিল সেগুলো ক্যাম্পে নিয়ে গেছে। তাই ফিরিয়ে পাবার আশায় দাঁড়িয়ে আছি।

কিছু সময় দাঁড়িয়ে দেখা যায় আইসিপি ক্যাম্পে এক একজন পাসপোর্ট যাত্রী প্রবেশ করছে এবং তাদের ব্যাগ নিয়ে বের হচ্ছে। তাদের কাছে কারন জানতে চাইলে তারা বলেন বিজিবি আমাদের কাস্টমস থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে ব্যাগ তল্লাশি করে তাদের লোক দিয়ে ব্যাগ ক্যাম্পে পাঠিয়েছে। এখন একজন একজন করে ব্যাগ দেখছে এবং তাদের ব্যাগ থেকে কিছু পণ্য রেখে তারা আবার কিছু পণ্য দিয়ে তাদের ব্যাগ ফেরত দিয়ে দিচ্ছে। তবে তারা তাদের যে পণ্য রাখছে তার কোন ডিএম স্লিপ বা মেমো দিচ্ছে না। আমাদের রৌদ্রের মধ্যে দাড়িয়ে খুব কস্ট হচ্ছে। এখানে আরো দেখা যায় ক্যাম্প থেকে পণ্য নিয়ে বের হলে অন্য পাসপোর্ট যাত্রীরা ওই ব্যাগ নিয়ে টানাটানি করছে। তারা বলছে এ পণ্য ক্যাম্প থেকে চুরি করে এনেছে। যাত্রীরা এ নিয়ে হাতাহাতি পর্যন্ত করছে। এমন করছে কেন জানতে চাইলে বলছে যে আগে ক্যাম্পে যাচ্ছে সে বড় ব্যাগ দেখিয়ে অন্যের ব্যাগ নিয়ে চলে আসছে।

ভারতীয় পাসপোর্ট যাত্রী মনা অধিকারী (পাসপোর্ট নাম্বার জেড- ৭৬১৫৮১১) বলেন, আমার ব্যাগ কাস্টমস দেখেছে এরপর গোয়েন্দাও দেখেছে কিন্তু তারপর বিজিবির চেকপোষ্ট টার্মিনালের সামনে আসলে ব্যাগ নিয়ে নেয়। এরপর থেকে এখানে দাড়িয়ে আছি। তবে আমি বাংলাদেশে মাঝে মধ্যে পণ্য নিয়ে আসি এবং বিক্রি করে চলে যাই। পাসপোর্ট যাত্রী সুস্মিতা অধিকারী ( জেড- ৮২০৮১৮৩) বলেন আমি মাত্র এদেশে তিনবার এসেছি। আমার কাছে কিছু খাদ্য দ্রব্য ছিল । তা ক্যাম্পে নিয়ে গেছে।

পাসপোর্ট যাত্রী অনিতা দাস বলেন,আমরা ল্যাগেজ সুবিধার বাইরে কোন পণ্য আনি না। যা কাস্টমস দেখে আমাদের ছেড়ে দেয়। সে পণ্য নিয়ে আবার বাইরে আসলে বিজিবি আমাদের নিকট থেকে ব্যাগ নিয়ে ক্যাম্পে যায়। এর মধ্যে থেকে কিছু দেয় কিছু রেখে দেয় । কোন স্লিপ চাইলে তারা দেয় না।

এ বিষয় নাম না  প্রকাশ করার শর্তে  কাস্টমস এর গোয়েন্দার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা রাষ্ট্রের গুরুত্বপুর্ণ জায়গায় তদারকি করি। যে সব যাত্রী যাতায়াত করে তারা মুলত এক রাষ্ট্র থেকে অন্য রাষ্টে আসলে ল্যাগেজ রুল অনুযায়ী আনে যার জন্য তাদের ছেড়ে দেওয়া হয়। অপরদিকে যদি কেউ অধিক পণ্য নিয়ে আসে তা কাস্টমস আটক করে তাদের স্লিপ দেওয়া হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা এ বিষয় কোন বক্তব্য দিতে পারব না। আর যে সব যাত্রীদের ল্যাগেজ আটক করা হয়েছে তা যাচাই বাছাই করে ল্যাগেজ সুবিধা অনুযায়ী ফেরত দেওয়া হয় এবং বাকিটা আমরা ছিজ করি। এবং ওই পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়। আর তাদের যদি কোন ডিএম স্লিপ দেওয়া হয় তবে সব পণ্য সিজ করতে  হবে। এরা সাধারনত ব্যবসায়ি।