রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেরোয়া গ্রামের কমর উদ্দিন হাজী বাড়িতে দীর্ঘদিন দরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ চলছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার ( ৩১ শে জুলাই   তার ভাইদের সঙ্গে জায়গা-জমি নিয়ে তর্কবিতর্ক হয়। পরে রাত আনুমানিক  ৮টার দিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ঘরে আগুন ধরিয়ে দেয়।

আগুনে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরিবার-সন্তান নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সেলিম অভিযোগ করে বলেন, "আমি প্রশাসন এবং সরকারের কাছে বিচার চাই। এখন পরিবার নিয়ে কোথায় যাব বুঝতেছি না।"
 এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছেন এলাকাবাসী।

এখন পর্যন্ত কোনো মামলা বা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।