বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে আব্দুল আলিম হুমায়ুন-কে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। উভয়েই পূর্ববর্তী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি রায়পুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ ও কর্মীরা।

রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নূরে হেলাল মামুন বলেন,

> “আব্দুল আলিম হুমায়ুন ও সৈয়দ রশিদুল হাসান লিংকন দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। তাদেরকে দায়িত্ব দেওয়ায় সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।”

রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান বলেন,

> “কেন্দ্রীয় যুবদল এই আংশিক কমিটি দিয়ে যে আস্থা রেখেছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে আমরা সরকার গঠনে ভূমিকা রাখব।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

 এই কমিটির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।