রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সারে ১০টায় লংগদু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির।

স্বেচ্ছাসেবক দলের লংগদু উপজেলা সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের রাঙ্গামাটির জেলা সাধারণ সম্পাদক  আবু নাছের, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন  সাকুসহ জেলা ও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ। 
এসময় ১০জন মাদ্রাসা ছাত্রকে কোরআন শরিফ উপহার,  জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়।

এর আগে  রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন সভাস্থলে এসে মিলিত হয়।