১৯৮৯ সালের ৪ মে সংঘটিত লংগদু গণহত্যার ৩৬তম বার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে পিসিপি নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন পিসিপি, রাবি শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে সংগঠিত বহু গণহত্যার মধ্যে লংগদু গণহত্যা অন্যতম। ১৯৮৯ সালের ৪ মে রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সহায়তায় সেটলার বাঙালিরা পাহাড়ি অধ্যুষিত গ্রামগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালায়। ওই হামলায় বহু পাহাড়ি মানুষ নিহত হন, পুড়িয়ে দেওয়া হয় শতাধিক ঘরবাড়ি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ৩৬ বছর পার হলেও আজও লংগদু গণহত্যার বিচার হয়নি। বিচারহীনতার এ সংস্কৃতিই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর নির্যাতন ও দমন-পীড়নের পথ সুগম করেছে।” পিসিপির এই নেতা পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত সব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ বিচার দাবি করেন। উল্লেখ্য, প্রতি বছর ৪ মে লংগদু গণহত্যা দিবস উপলক্ষে পিসিপির বিভিন্ন শাখা স্মরণানুষ্ঠান আয়োজন করে থাকে।