বাংলাদেশের ভিন্নধর্মী সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক প্লাটফর্ম লাইট অব ইয়াসরব-লয় (Light of Yasrab-LoY)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লয় -এর সিনিয়র উপদেষ্টা ও জননেতা জনাব রাইছুর রহমান চৌধুরী তিতু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইট অব ইয়াসরব-লয় -এর প্রেসিডেন্ট মুহাম্মাদ আইনান ইকবাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লয়-এর সিনিয়র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আজিজুল করিম চৌধুরী এবং লয়-এর সিনিয়র উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মুহাম্মদ আরিফ ইকবালসহ প্রমুখ গণমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, যা সমাজের প্রতিটি সচেতন নাগরিকের পালন করা উচিত। তাঁরা আরো উল্লেখ করেন, লাইট অব ইয়াসরব-লয় প্রতিষ্ঠার শুরু থেকেই মানবিক কার্যক্রমে নিবেদিতপ্রাণ। এই উদ্যোগ শুধুমাত্র শীতার্তদের কষ্ট লাঘবের উদ্দেশ্য নয়, বরং একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রয়াস। বক্তারা সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্রিত হয়ে মানবসেবায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি এক হৃদয়গ্রাহী পরিবেশে সমাপ্ত হয়।