গতকাল পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎতে অবস্থিত লিবার্টি নীটয়ার লিমিটেড কারখানাটি খোলা রাখা হয়। লাঞ্চ টাইমের ৫ মিনিট আগে এক শ্রমিক বের হওয়ার জন্য গেটে আসেন তখন ফ্লোর ইনচার্জ এক শ্রমিককে কানে চড় মেরে কান ফাটিয়ে ফেলে এ ঘটনা কে কেন্দ্র করে তখনই শ্রমিক আন্দোলন শুরু করেন। ঘটনা টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও সেনাবাহিনী চলে আসেন এবং ঐ শ্রমিক কে হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনা কে কেন্দ্র করে আজ ২৬ শে এপ্রিল রোজ শনিবার সকালে পুনরায় আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা এবং বিভিন্ন দাবি তুলে ধরেন। পরবর্তীতে কারখানার এমডি মহোদয় পর্যন্ত এ ঘটনা চলে গেলে এমডি মহোদয় এর ছেলে ঘটনা স্থলে উপস্থিত হন এবং কারখানার শ্রমিকরা তাদের সকল অভিযোগ পেশ করেন। পরবর্তীতে সবকিছু মেনে নেন তিনি। তবুও শ্রমিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা যত সময় এ ঘটনার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শ্রমিকরা। পরবর্তীতে কারখাটি বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের দাবি যে,কারাগার এজিএম সহ পাঁচ জন কে বের করে দেওয়ার জন্য দাবি করেন শ্রমিক পক্ষ। বর্তমানে কারখানা টি বন্ধ করে দেয়া হয়েছে। চুড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন কারখানা কতৃপক্ষ। শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এবং খুব দ্রুত কারখানার কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন কারখানার এমডি মহোদয় এর ছেলে।