ভোলার লালমোহনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে- এক মত বিনিময় সভার আয়োজন--
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, লালমোহন ভোলার- এর আয়োজনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। অদ্য ০৮/০২/২০২৫ তারিখ রোজ শনিবার বেলা ০৩ ঘটিকায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য, মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
অনুষ্ঠানটির শুরুতেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়া হয়।
শিক্ষক নেতা জনাব রেজাউর রহমান শাহিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অতঃপর উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোঃ মোসলেহউদ্দিন, আহবায়ক উপজেলা শিক্ষক সমিতি, লালমোহন, ভোলা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রধান শিক্ষকদের পক্ষ থেকে মত বিনিময় বক্তব্যে দীপশিখা মাধ্যমিক শিক্ষালয়ের প্রধান শিক্ষক জনাব ইব্রাহিম খলিল হাওলাদার বক্তব্য প্রধান করেন। তার বক্তব্যে তিনি বলেন, "বিগত সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্যের আধিপত্যের কারণে শিক্ষক সমাজ শোষিত ও নির্যাতিত হয়েছিল এখন সময় এসেছে সকল শিক্ষক এক হয়ে শিক্ষার মান উন্নয়নে একত্রিত হয়ে কাজ করা।
অতঃপর প্রধান অতিথি, জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তার বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, "শিক্ষক সমাজ হলো সকল রাজনৈতিক মতাদর্শ ও বিরোধের ঊর্ধ্বে শিক্ষক সমাজ হলো জাতির কর্ণধার ও জাতি গড়ার কারিগর।"
তিনি আরো বলেন, "বিগত সরকারের ১৭ বছর শিক্ষকদেরকে বাধ্য করে, জোর জবরদস্তি করে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করানো হতো। শিক্ষকরা নিজেদের মতো করে নিজেদের কথা স্বাধীনভাবে বলতে পারত না।"
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন," রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ ১৭ বছরে বিরাজনৈতিককরণের কারণে দেশে এখন রাজনৈতিকহীন এক পরিবেশে তৈরি হয়েছে। শিক্ষকদের উচিত নিজেদেরকে রাজনৈতিক পরিবেশ থেকে দূরে সরিয়ে রেখে শিক্ষা নিয়ে কাজ করা, শিক্ষা নিয়ে গবেষণা করা শিক্ষার্থীদের কে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা।
এক্ষেত্রে তিনি বিগত সরকার এবং স্থানীয় বিগত সংসদ সদস্যের কথা উল্লেখ করে বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির করে শিক্ষক নিয়োগ দিয়েছিল এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা তুলেছিল বিগত সরকারের সংসদ সদস্য।
তিনি আরো বলেন আমাদের সকল শিক্ষকের উচিত নিজেদেরকে এমন পরিবেশ থেকে দূরে রাখা। প্রধান অতিথি বলেন," তিনি যতদিন বেঁচে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠান তথা লালমোহন এই সমাজে আর কখনো এমন জোরজবরদস্তি, দুর্নীতি ও চাঁদাবাজির স্থান থাকবে না।
অনুষ্ঠানটিতে বিএনপি নেতা জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, জনাব অধ্যক্ষ ফরিদ উদ্দিন, বিএনপি নেতা সাদেক মিয়া জান্টু ও বিএনপি নেতা জনাব সোহেল আজিজ শাহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দু উপস্থিত ছিলেন।