"সুস্থ দেহে সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন "

এই স্লোগানকে প্রতিপাদ্য করে লালমোহন, ভোলায়-- উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
 
গত ০৪/০২/২০২৫ রোজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শুরু হয়ে, আজ ০৫/০২/২০২৫ তারিখে  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। 

উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আজিজ উপজেলা নির্বাহী অফিসার, লালমোহন, ভোলা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউ করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার লালমোহন, ভোলা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন  বাবু মদনমোহন মন্ডল, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক  শিক্ষা অফিস, লালমোহন, ভোলা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ৩৩ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্টগুলোতে দলগত খেলায়, যথাক্রমে ক্রিকেটে (বালক) লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভলিবলে হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ব্যাডমিন্টনে (বালক) হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং ব্যাডমিন্টন (বালিকা) দীপশিখা মাধ্যমিক শিক্ষালয়  চ্যাম্পিয়ন হয়। এছাড়া বিভিন্ন একক  খেলায় যথাক্রমে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ সাইকেলিং -এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়। 

প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার লালমোহন, ভোলা জনাব মোহাম্মদ শাহ আজিজ তার বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ তৈরি ও সুস্থ মন বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এজন্য আমাদের প্রত্যেকে, বিশেষ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন তৈরি করে, সুস্থ জাতি গঠনে বিশেষভাবে ভূমিকা পালন করতে হবে।