লেখক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক যতিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ শিকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।বৃহস্পতিবার (১৪ আগস্ট)সকাল ৮ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল বুদ্ধিজীবী, লোকজ রাষ্ট্রবিজ্ঞানী,লেখক,বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ,সাহিত্যিক,জেল খাটা বামপন্থী রাজনীতিবিদ,উদীচী শিল্পী গোষ্ঠীর ২ বারের সভাপতি, কলেজ শিক্ষক,স্বাধীনতা পদকপ্রাপ্ত,মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক যতীন সরকার(৮৯) বুধবার, (১৩ আগস্ট)বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্নার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সব সদস্য আত্নীয় স্বজন ও গুণগাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি