অভিযোগে জানা যায়, গত ৩ আগস্ট বিকাল ৩টার দিকে সখিপুর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে বিবাদীরা বাদীপক্ষের বাড়িতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়। বাধা দেওয়ার পর তারা কামাল সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কাঠের লাঠি দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারার চেষ্টা করে। হাত দিয়ে ঠেকানোর সময় কামালের কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং শাবল দিয়ে তার ডান গালে আঘাত করা হয়।
সেই সময় তাঁর স্ত্রী শাহানাজ বেগমকেও চুল ধরে টেনে শ্লীলতাহানি করা হয়। প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যার ফলে তাদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বিরাজ করছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, “মামলা পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”