শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার উপজেলার চেরাগ আলী বেপারীর কান্দী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের চেরাগ আলি বেপারী কান্দী গ্রামে পারিবারিক বিরোধের জেরে রুবেল মোল্লা (৩৫) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত মকবুল হোসেনকে উদ্ধার করে জাজিরা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুবেল মোল্লা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি দৌড়ে বাড়ির পূর্ব পাশে ফাঁকা মাঠের দিকে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বিষয় টি নিশ্চিত করেছেন।