বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে যুবদের নিয়ে জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আফরোজ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বদিউল আলম খান শামীম উপজেলা যুব উন্নয়ন অফিসার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগন্জ থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই জনাব রাজু আহমেদ । এছাড়া বিভিন্ন যুব সংগঠনের যুবকরা উপস্হিত ছিল। সেমিনারে বক্তারা সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় সমাজের আইন শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা সহায়তা এবং যুবকরা যাতে মাদকাসক্ত না হয় সে জন্য যুবকদের সচেতন করা এবং মাদক যাতে দেশে প্রবেশ করতে না পারে সে দিকে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও সমাজে অপরাধ প্রবণত যাতে কমে সে বিষয় আলোচনা করা হয়।