সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল কর্মী আজমির হোসেন বিপুল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর পক্ষ হতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল কর্মী আজমির হোসেন বিপুল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর পক্ষ হতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, ২১ শেষ এপ্রিল বিকালে অনুষ্ঠিত কর্মসূচিতে এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে সবাই মিছিল সহকারে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন সরক প্রদক্ষিণ শেষে বিসিক বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিপুল হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতার চেয়ে প্রতিবাদ সমাবেশ করে। উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত ১৮ এপ্রিল, শুক্রবার রাতে শাহজাদপুর পৌর সদরের রামবাড়ী মহল্লায় নিজ বাড়ির সামনে যুবদল কর্মী বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।