ভূয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়ার সময় ডপিন (৩০) নামের প্রতারককে ফের গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।


গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেফতারকৃত রবিউল ইসলাম ডপিন উপজেলার  ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের মাস্টার আমজাদ উদ্দিনের ছেলে। 


এব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক  ব্রোজেন মাহত জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত ডপেন  সাধারণ মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। পুনরায় সে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা চাইলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও একই অপরাধে তাকে গ্রেপ্তার করেছিলো থানা পুলিশ।