প্রায় ছয় মাস আগে প্রতারণা করে গোপনে বিয়ে!অতঃপর ভাড়া বাসায় থাকতো তারা। এরইমধ্যে সুকৌশলে ভাড়া বাসা থেকে লাপাত্তা দেয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের আজাদ মন্ডলের ছেলে প্রতারক সোহেল মন্ডল।


জানা গেছে,শিবগঞ্জে প্রেমের ফাদে ফেলে এক সন্তানের জননী ফাতিমা আক্তার ববিকে গত ১২ ই ফেব্রুয়ারি এফিডেভিট এর মাধ্যমে গোপনে বিয়ে করে সোহেল নামের ওই যুবক। 
আরোও জানা যায়,গোপনে বিয়ে করার পর ভাড়া বাসায় থাকতেন দুজনে। ভাড়া বাসা থেকে বেশ কয়েক দিন ধরেই লাপাত্তা হয় সোহেল মন্ডল। ময়দানহাট্টা গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডল এর বাড়ীতে স্ত্রীর দাবিতে অবস্থান নেন মেয়েটি।স্ত্রী ববি বাড়িতে আসার কথা জানতে পেরে প্রতারক স্বামী সোহেল মন্ডল তার বাড়ি থেকে সুকৌশলে সটকে পড়েন। আজ বুধবার (৬ই আগষ্ট) সন্ধ্যায় স্বামীর বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান নেওয়া ফাতেমা আক্তার ববি'র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।