ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় মাদারীপুর শিবচরে এক সময় বিএনপির নাম নিলেই মামলা ও হামলার শিকার হতে হয়েছে। তারপরও জীবনবাজি রেখে আওয়ামী হামলা মামলা উপেক্ষা করে দলের পক্ষে দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য হাজী শাখাওয়াত হোসেন নান্নু।
দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি শিবচর উপজেলার বাহাদুরপুর হাটের ইজারাদার হিসেবে দায়িত্বরত আছেন।
শাখাওয়াত হোসেন নান্নুর দাবি, ইজারার টাকা তার নিজ তহবিল থেকেই সরকারি কোষাগারে জমা করে দিয়েছেন। এবং ঘোষণা দিয়েছেন বাহাদুরপুর হাটে কাউকেই কোন খাজনা দিতে হবে না। এর ফলে এখন থেকে যে কেউ কম মূল্যে জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করতে পারবেন।
তিনি বলেন, শিবচরের মানুষের জন্য আমি মন থেকে কাজ করতে চাই। আগামীতে উন্নয়ন মূলক যে কোনো কাজের প্রতিও আমার সুনজর থাকবে।
স্থানীয় সর্বসাধারণ বলছেন, বিএনপি নেতার এই মহৎ কাজ শিবচরের জনমানুষের জন্য পজিটিভ দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমরা আশা করি সামনে এই ধরনের কাজ গুলো প্রতিযোগিতার সহিত আরও বাড়বে।
সাধারণ বাসিন্দারা জানান, হাজী শাখাওয়াত হোসেন নান্নু অত্যন্ত একজন ভালো মনের মানুষ।