মাদারীপুর শিবচর বাজারে ঈদ কে সামনে রেখে পোশাক, কসমেটিকস ও চাল এর দোকানে অতিরিক্ত মুনাফায় বিক্রির অপরাধে ৫ টি দোকানে মোট ৫৭,০০০/- হাজার টাকা নগত জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিকার।
শনিবার (২২ মার্চ- ২০২৫) মাদারীপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিকার সহকারী পরিচালক জান্নাতুন ফেরদাউস এই অভিযান চালান। এসময়ে শিবচর উপজেলা স্যানেটারী ইনস্পেক্টর ফজলুল হক, মাদারীপুর মার্কেটিং অফিসার ও শিবচর থানা পুলিশ সাথে ছিলেন।
ইনস্পেক্টর ফজলুল হক জানান যে, অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রির অপরাধে শিবচর বাজার খলিফা পট্টি সজিব গার্মেন্টস কে- ১২,০০০ টাকা, সুমন শাড়ী বিতান কে- ১০,০০০টাকা, কাজী ক্লথ স্টোর কে- ১০,০০০টাকা এবং শিবচর বাজার মার্তৃভান্ডার চাউলের দোকানে-১৫,০০০টাকা ও কলেজ কর্ণার কসমেটিকসের দোকানে-১০,০০০টাকা নগত অর্থ জমিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিকার।