সারা দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট!
গতরাত (৭ ফেব্রুয়ারী) গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের হামলার প্রতিক্রিয়া স্বরূপ এই অভিযানের ঘোষনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আর বলেন_ নিষিদ্ধ সংগঠনের যে সব সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিবো না। তার ই পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী 'অপারেশন ডেভিল হান্ট' নামক যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। উক্ত অভিযানে গুরুত্বপূর্ন স্থান হিসাবে রাজধানী ঢাকা ও তার আশেপাশের জেলা সমূহ চিহ্নিত করা হয়েছে।