মঙ্গলবার ( ১৯ এপ্রিল) রাত ৩ ঘটিকায় উপজেলার শিখর গ্রাম হতে শ্রী সুদিল চন্দ্র এর পুত্র শ্রী অন্তর এর বসতবাড়ি হতে টলি গাড়ি চুরি হয়ে যায়। পরে সিসি ক্যমেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সকাল ১০ ঘটিকার দিকে পাবনার ভাঙ্গুরা থানার খানমরিচ ইউনিয়নের লতিফপুর বাজারে চা খাওয়ার এক পর্যায়ে টলি গাড়ি বিক্রীর প্রস্তাব দেন। তখন দামাদামীর এক পর্যায়ে দুই লক্ষ টাকা মুল্যের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় বিক্রীর সিদ্ধান্ত নেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে প্রথমে খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খান মিঠু কে জানান এবং তিনি চোর ও টলিসহ ভাঙ্গুরা থানায় প্রেরণ করেন।
টলিগাড়ির চুরি করেছে বগুড়ার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের মোঃ আকবর হোসেন এর পুত্র মোঃ লিটন (৩০) ও একই গ্রামের মোঃ হাফিজুর রহমান এর পুত্র মোঃ আল আমিন (৩২)। ইতিপূর্বে চোর সন্দেহে মোঃ আল আমিন (৩২) গ্রেপ্তার হয়েছিল ।
উক্ত টলিগাড়ি ছোনকা গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ আব্দুল হান্নান এর মালিকানাধীন এবং উক্ত টলিগাড়ি দীর্ঘদিন যাবৎ শ্রী অন্তর ভাড়ায় চালিয়ে আসছেন।
এ ব্যাপারে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, কমদামে টলি বিক্রীর জন্য স্থাণীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকিয়ে রেখে খবর দেন। পরে টলিগাড়ির মালিকের নিকট গাড়িটি হস্তান্তর করা হয়েছে এবং চোরদের কোর্টে প্রেরণ করা হবে।